Principal's Message

বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রতিটি মানুষই আজ বিশ্ব নাগরিক। যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতির এই যুগে বাংলাদেশের একজন প্রান্তিক মানুষও মুহূর্তে বিশ্বের যেকোনো দেশের সংগে, যেকোনো পরিস্থিতির সংগে যোগাযোগ স্থাপন করতে পারে। পরিবর্তিত স্মার্ট বিশ্বের সাথে তাল মেলাতে, খাপ খাওয়াতে উপযুক্ত হয়ে উঠতে হলে যুগোপযোগী অগ্রসর শিক্ষার বিকল্প নেই। শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিশ্বব্যবস্থার সংগে সংযোগ স্থাপন জরুরি। এজন্য একজন শিক্ষার্থীকে প্রাথমিক পর্যায় থেকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হয়। মূলত এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা।
আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা আধুনিক ও যুগোপযোগী শিক্ষা লাভের মাধ্যমে জাতীয় ও বহির্দেশীয় পরিমণ্ডলে বিচরণ ও দায়িত্ব গ্রহণের উপযুক্ত হয়ে বেড়ে উঠুক। শিক্ষার্থীর উদ্যম ও আগ্রহের পাশাপাশি সচেতন অভিভাবকের সহযোগিতা আমাদের কাম্য।
সকলের জন্য নিরন্তর শুভ কামনা।
প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী